অসময়গুলো বড়ো আশা নিয়ে
সময়কে যখন চায়,
সবচেয়ে বেশী প্রয়োজন বুঝি
তোমায়...শুধুই তোমায়!
বন্ধু...
সন্ধ্যে নামা মনের ঘরে
আঁধার যদি ঘনায়,
সাঁঝের প্রদীপ হাতে তোমায়
সবচেয়ে বেশী মানায়!
বন্ধু...
একাকী বিকেলে বালুকার চরে
ছুঁয়ে দিলে কোনো ঢেউ,
তুমি ছাড়া মনে আর তো কখনো
দেয় নি যে দোলা কেউ!
বন্ধু...