বয়স বেড়েছে সম্পর্কের
সামাজিক দায়বদ্ধতা ও সৌজন্যের খাতিরে
দুঃসাহসী আঙুল ছুঁয়ে থাকা হয়না আর
স্পষ্ট হচ্ছে বলিরেখা
খুব ইচ্ছে হয় বলি...চলো আরও একবার ভিজি
প্রথম ফোটা কদম ফুলে ভালোবাসা খুঁজি।
বৃষ্টি আসে চলে যায় সময় হয় না ছুঁয়ে দেখার
ঝরে যাওয়া ভেজা কদম তখনো তেমনি....
অনেক কিছু আছে শেখার!
শুধু কিছু অলিখিত ইচ্ছেরা অভিযোগের আঙুল তোলে আরও একবার।
নিংড়ে নেওয়া নির্যাসটুকুর আস্বাদনের প্রাণপন ইচ্ছেতে দিন মাস বছর পেরিয়ে যায় পলকে,
মাঝে মাঝে খুব একঘেয়ে মনে হলেও
লেখা হয়ে যায় একটা গোটা উপন্যাস।
হয়তো কিছুটা বাকি আছে আরো
বেশিটাই না হয় শেষ,
তুমি আর আমি কালের স্রোতে
ভেসে চলা অভ্যেস।