ভেবেছিলাম বলব না কোনোদিন
আমি আর কথা...হয়তো মূল্যহীন,
চুপিসারে অজানায় হবো যে অন্তরীণ!
বুকভরা আশা নিয়ে খুঁজে বেড়াতাম
যে চোখে প্রতিদিন,
ভালোবাসা সেখানে আজও ভাষাহীন!

জীবন তো একটাই
ভালোবেসে যেতে চাই...
সাধ বুঝি আজ তাই হয়েছে লজ্জাহীন!
ভালোবাসি ভালোবাসি...
সময় যে বড়ো কম,
লেখা বুঝি হলো না যে হৃদয়েতে এই নাম!
ছলছল জল চোখে...ভাষাহীন চেয়ে রয়
অব্যক্ত ছেঁড়াপাতা...অশ্রুভেজা নীল খাম!

যেতে যেতে ভীরু পায়
বার বার ফিরে আসি,
চলে তো যাবোই তবু
বলতে চাই একটিবার....
ভালোবাসি...ভালোবাসি!