যে তোমার মূল্য বোঝে না
তাকে বোঝাতে যেও না
তুমি কতোটা দামী,
দূরে থাকো তুমি ও তোমার আত্মসম্মান!
জেনো...
বন্ধু সেজে হাত বাড়াবে সময়
আড়াল থেকে হাসবেন অন্তর্যামী!
তুমি তখন দূর বহুদূর
ধরা ছোঁওয়ার ঊর্দ্ধে
আলোর পথগামী!