আজও চড়েনি হাঁড়ি রান্নাঘরে
কতদিন জোটেনি আহার পেটটা ভরে,
তার ওপরে ছাদের 'পরে ফুটো
ভিজে একসার যা কিছু খড়কুটো।
এমনি করে কাটে যে আর এক দিন
জীবন যাদের আজীবন রঙহীন।
রাজা আসে রাজা যায়
ভুল ভাঙে মিছে ভরসায়
ছবি তো একই রয়।
দিনান্তে সাদা রয় কবিতার পাতা
নেভে না ক্ষুধার আগুন
মিথ্যে হয় যত কাব্যকথা।
কাউকে কিছু বলার নেই
কেউ কোথাও শোনার নেই
শত ব্যথা বুকে নিয়ে ভালো থাকা শুধু
আজকের দিন বেঁচে থাকাতেই।