রঙটা প্রায় ধারেকাছেই....
বদলে গেছে ঠিকানা!
সেদিন ছিল...দিগন্তে অস্তরাগ,
নিয়মহারা বাঁধন-ছেঁড়া দুটি মন
পাখিদের রক্তিম ডানায় দিত
স্বপ্ন উড়ান...শেষ বেলাতেও!
নদীর বুকে উঠত জোয়ার...
আশা ভালোবাসা,প্রত্যাশা অভিলাষা
মিলেমিশে একাকার!
শব্দ ছিল তখনও হাজার
ছিল না মুখে কথা,
চোখে চোখ রেখে
ভালোবাসার অটুট গাঁথুনিতে শব্দেরা,
কখন যেন হয়ে যেত...কবিতা!
ঠিকনা এখন...সীমন্তে অনুরাগ
নিয়মের কড়া শাসন,
নিজেই কষে বাঁধি,আলগা হলে বাঁধন!
চোখে চোখ রাখার সময় কোথায়
নিজের করে পাওয়া এক চিলতে সময় জুড়ে
অবিরাম কথার বর্ষণ,
কখনো বা একলা ভেজে,অভিমানী মন!
তবু,নিয়মহারা নয়...বাঁধন-ছেঁড়া নয়
ঠিকানা এখন যেখানে শুরু
সেখানেই শেষ হয়,
প্রত্যাশা আজ পৃথক স্বীকৃতি চায়!
শব্দেরা আজ আমার জন্য নয়...
বলে যায়,পাশ কেটে চলে যাওয়া কবিতা,
রাতারাতি না হলেও,বোঝার আগেই
বদলে গেছে ছবিটা...!