কতটা নীরব হলে রাত্রি
জ্বলজ্বলে ওই উজ্জ্বল তারা চোখে পড়ে?
কতটা নীরব হলে কথারা
অবাধ্য ফোঁটায় ঝরে পড়ে?
কতটা নীরব হলে শব্দেরা
কবিতায় জাগে প্রাণ?
কতটা নীরব হলে নীরবতা
শুনতে পায় দু'কান?
জলের তোড়ে ভাসিয়ে দেয় কেউ
নীরব অভিমান?
মোমের শিখা তখনও কোথাও
প্রতিবাদী আপ্রাণ!