আগেও তো পাহাড় দেখেছি
সমুদ্রইও তাই,
পাহাড় দেখতে...সাগরের ঢেউ ছুঁতে
সেই তো আবার ছুটে যাই!
ঝর্ণার ঝর্ ঝর্ শব্দ,বরফগলা জলের হিমশীতল স্পর্শ, তুষারের স্বর্গীয় শুভ্রতা..
সমুদ্রের বিশাল জলরাশি...দিগন্ত জুড়ে আকাশ ছুঁয়ে দেওয়া
ঢেউয়েদের ফেনিল পথ চলা,পা ছুঁয়ে তীরে আছড়ে পড়া...আবার ঝিনুক কুড়োনো
এ সবই খুব পুরোনো
তবু যেন সব নতুন করে পাওয়া!
কিছু আনন্দ,কিছু অনুভব,কিছু স্পর্শ
মেলে না বিকল্পে,
তাইতো ছুটে যাওয়া, সেই তো ফিরে আসা
শুরু থেকে শেষ আবার খুঁটিয়ে পড়া
তাজা গোলাপের সুবাসে আবার মেতে ওঠে মন
সেই পুরোনো গল্পে....
কিছু অনুভব কিছু স্পর্শ...মেলে না বিকল্পে!