যদি চূড়ান্ত হতে না পারো
বিকল্প হয়ে বেঁচো না,
যেখানে শুধুই বিকল্প তুমি
সেখানে চূড়ান্ত খুঁজতে যেও না।
খোঁজো,যদি না মেলে আবারো খোঁজো
এরপর খোঁজো,তারপরেও খোঁজো
সামিল হও নিরলস অনুসন্ধানে।
খুঁজে নাও সেই পথ....
যেখানে তুমি হবে "তোমার" মুখোমুখি
তোমার অধীনে "তুমি"ই হবে চূড়ান্ত
বিকল্প হবে বাকি।
কথা দাও....কথা দাও
যেতে যেতে যদি কোনো পাহাড়ের মুখোমুখি হও
শিখর ছোঁয়ার ইচ্ছেটাকে বিকল্প তুমি করবে না
পেরিয়ে যাবে দুর্গম পথ...পিছু ফিরে আর চাইবে না,
যদি চূড়ান্ত হতে না পারো তবে
বিকল্প হয়ে বেঁচো না!