আকাশ তো তুমি অর্জন করেছ
মাটির কাছে জন্ম থেকে ঋণী,
যদি ভারী হয় কখনো ডানা
দেখবে সেদিন আকাশ তোমার বন্ধু কতখানি।
তুমি কাঁদলে ভিজবে মাটি
আকাশ ছুঁলে মাটির কান্না আমরা ক'জন শুনি?
আকাশ জয়ের কেতন ওড়াও
কন্ঠে থাকুক মাটির গান,
সামলে রেখো সাধের ডানা
মাটির সাথে নাড়ির টান!