ব্যালকনিতে রাখা টবের গাছে ফোটা
প্রথম ফুলটা অনায়াসে হারিয়ে দিয়েছে
সদ্য উপহার হিসেবে প্রাপ্ত জাম রঙের
জামদানী শাড়িটাকে!
অপেক্ষা মাত্র কয়েকদিনের...মা আসছেন!
পোড়া কপালের ওপর বিশ্বাস হারিয়েছে জবা...
দুটো বিষয়ে লেটার নিয়ে এবার মাধ্যমিকে
প্রথম বিভাগে পাশ করেছে ওর ছেলে,
পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয়
বইগুলো কেনার সামর্থ নেই ওর!
সাধের পথে কাঁটা হয়ে দাঁড়ায় সাধ্য
স্বপ্ন উবে যায় গরম ভাতের ধোঁয়ায়।
আলমারিটা উপচে পড়ছে দামী বিলাসী সম্ভারে...
অন্তত শ' খানেক শাড়ি তো হবেই,
দু'তিন বছর না কিনলে লাভের চেয়ে ক্ষতি হবে না কিছু।
ম্লান মুখে হঠাৎ খুশির ছটা...
ছাপিয়ে যায় হাজার আলোর রোশনাই!
চলবে জীবন পায়ে পায়ে
কখনো আলোয় কখনো কালোয়,
তোমার পুজো আমার পুজো, সবার পুজো
কাটুক এবার কাশের দোলায় শিউলি বাসে
মায়ের কৃপায় ভালোয় ভালোয়।