তোকে একটা খোলা আকাশ দিতে চেয়েছিলাম
কিন্তু তুই মেলতে চাসনি অবাধ মুক্ত ডানা
হয়তো ভীষণ অভ্যস্ত হয়ে পড়েছিলি চেনা অভ্যেসে
আমার অজান্তে একবার উড়েও গিয়েছিলি অনেকটা পথ
অগোচরেই আবার ফিরেছিলি চেনা গন্তব্যে
নিজেই পরে নিয়েছিস কখনো ছিঁড়তে চাওয়া
মরচে ধরা শেকলটা
আমি পরে জানতে পারি।
আমি তো কখনো আটকে রাখিনি খাঁচার দরজাটা
তুই উড়ে যাস নি তোর নির্বাচন ছিল সেটা।
শেকলটাও তো খুলে দিয়েছি অনেকবার হেসে
তুই ত্তো আবার বাঁধা পড়তে চেয়েছিস পুরোনো অভ্যেসে।
তোর চোখে বিষাক্ত মুক্তো দেখেছিলাম
জানি এক অব্যক্ত যন্ত্রণা তোকে কুরে কুরে খায়
তবু কেন যাসনি খাঁচা ছেড়ে?
হয়তো এখনও অনেকটা ভালোবাসিস আমায়।
আমি কখনো বলিনি তোকে আমার বাধ্য হতে
কখনো বন্ধ করিনি খাঁচার দরজাটা
একটা খোলা আকাশ দিয়েছিলাম
তুই উড়ে যাস নি তোর নির্বাচন ছিল সেটা
কেন বলতো ছাড়তে পারিস না ভালোবাসার পুরোনো অভ্যেসটা?
সত্যিই তুই ভালোবাসিস আমায় অনে...কটা!