ভালোবাসি....
আবারো ভালোবেসে যাই,
চোখের জলের বিনিময়ে
কান্না দিতে পারি না তাই!

ভালোবাসি ভালোবাসি...
এরপরও ভালোবেসে যাই,
ডুব দিতে রাজি দুখের সায়রে
একটা সুখের স্বর্গ দিতে চাই!