যারা আমায় মনে করে প্রতিদিন
তাদের আমি এড়িয়ে যাই কী করে,
যাকে আমি মনে করতে চাই প্রতিক্ষণ
সে আমায় মনে না করলেও
আমি তাকে ভুলে যাই কেমন করে!
যে আমায় কাঁদায় প্রতিদিন
তার সমক্ষে মুক্তো হাসির ঝর্ণাধারায়
সিক্ত হই কী করে,
যারা আমায় হাসাতে চায় প্রতিক্ষণ
তাদের ভুবন অশ্রুধারায়
ভেজাই বলো কেমন করে!