যার জন্য ফুলকে চেনাল প্রথম কলি
সে যে 'কেবলি যাতনাময়' কেমন করে বলি I
প্রথম খুশির ছোঁয়ায় যে দিল ঠোঁটে
মুক্তো হাসির ঢল...
আমি তো বলি না তাকে 'কেবলি চোখের জল'।
যার জন্য হৃদয় জুড়ে আবারো সুখের আশ
আমি তো কখনো বলিনি তাকে 'কেবলি দুখের শ্বাস'।
বুঝতে শিখেছি আরশিটাও যে মিথ্যে বলেছে এতদিন,
অন্তর যদি সত্য-সুন্দর,নই যে আমিও দীন।
সেই তুমি এই আমি চেনা এক পৃথিবী
ভাবতে শিখেছি দৃষ্টির ওপারে আর এক রঙিন ছবি।
অমোঘ সে টান,সাড়া দিতে বুঝি পাথরও গলেছে আকছার,
ভালোবেসে যদি ভালোবাসো তবে সেতো তোমারও
অধিকার।
যদিও কাঁটা মোহময়ী রূপ ভুলিয়েছে সব ব্যথা
সৃষ্টি থেকে অমলিন আজও গোলাপের পেলবতা।
হিংসা বিবাদ মলিন গ্লানি সবকিছু ফিকে বার বার
পৃথিবী আজও সেই সুন্দর ভালোবাসো যদি আরবার।
বর্ষা আজও বৃষ্টিস্নাত প্রথম কদম ফুল
তাইতো আবার ভালোবাসাবাসি যদিও সে হয় ভুল।
আমি তবু বলি হেঁটো সেই পথে যে পথ রক্ত ঝরা
কখনো জীবন মরণ ছুঁলেও ভালোবাসা তবু অধরা।