সদ্য প্রয়াত আমার 'শাশুড়ি মা'-কে উৎসর্গ করলাম এই কবিতা!(ভীষণ একটা মানসিক চাপ থেকে একটু হালকা হতেই এই লেখা)
তাঁর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করি!




একটা জীবন হারিয়ে গেল
মিলিয়ে গেল আকাশ-নীলে,
রইল পড়ে সাধের বাগান
গড়েছিল সে তিলে তিলে!
যে ফুল ছিল ভীষণ প্রিয়
পাপড়ি-তে তার অশ্রু আজ,
করত সবাই তারই কদর
ভাবত ক'জন মালির কাজ?
একটা জীবন হারিয়ে গেল
মিলিয়ে গেল আকাশ-নীলে,
অপূর্ণ সব হিসেব যতো
মিলবে কি আর গোঁজামিলে?
কথার তলে তলিয়ে যাওয়া
অভিমানী অ...নেক কথা,
ভুল করে কে নাড়বে তাদের
খোঁজ নেবে না কতো ব্যথা!
হয়তো ছিল বলার অনেক
সাধও ছিল এক-আধখানা,
অন্য সাধের জন্য ধরায়
ক'জন করে যোগ-সাধনা?
একটা জীবন হারিয়ে গেল
মিলিয়ে গেল আকাশ-নীলে,
বাঁধন ছিঁড়ে সকল মায়ার
বেঁধেছিল মায়ার ছলে!
খুঁজলে তাকে পেতেও পারো
চাঁদের পাশে তারার ভিড়ে,
স্মৃতির কণা মুক্তো দানায়
কুড়িয়ে নেব সাগর তীরে!