একদিন খুব যত্ন সহকারে নিজের হাতে রোপণ....
চারা থেকে গাছ হয়ে ওঠার সবুজ কাহিনী লেখা হয়ে যেত পলকে!
ফুল ফল অক্সিজেন....মূল্যায়নের ঊর্দ্ধে
ভালো লাগে শুধু ওর এই সবুজ হয়ে থাকা
ডালপালা ছড়ানো সুবিন্যস্ত বিস্তার
মৃদু বাতাসের শরীর ছুঁয়ে কচিপাতাদের তৎপর সাড়া দেওয়া!
অজান্তেই চোখ চলে যায় বার বার
বিশেষ হয়ে ওঠে মুহূর্তেরা
মন জুড়ে স্নিগ্ধ প্রশান্তি
শুধু নিখাদ ভালোবাসা থেকে নিজের হাতে রোপণ...
পৃথিবীর বুকে পাতারা লিখুক চিরন্তন সবুজ কাহিনী
পাতাদের শিরা উপশিরায় বর্ধিত হোক গাছের ভাগ্যরেখা
ভালো লাগে শুধু ঝড় জল রোদে ঠায় দাঁড়িয়ে ওর এই সবুজ হয়ে থাকা!