ভাবনা যখন গভীরে
জ্বালিয়ে কে যে আকাশ প্রদীপ
হাতটি বাড়ায় তিমিরে!
দূর পাহাড়ে ফুটছে আলো
হেসে বলে রাত্রি,
জড়িয়ে আবেশ আমিও তখন
আলোর পথযাত্রী!