কখনো জানতে চাই না
কতোটা সইছে ওরা,
শুধু জানি...
নরম সবুজ ঘাসের ওপর
খালি পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য
বেশ উপকারী!
ভোরের শিশির আর সবুজ ঘাসের
আদুরে আলাপন...
থমকে যায় কতোটা ব্যথায়
জানতে চাই না!
শুধু জানি...সুস্বাস্থ্যের অধিকারী হতে
সবুজ মাঠে নিয়ম করে শরীরচর্চা,খুব জরুরী!