এখনো যারা শিখতে পারোনি
হঠাৎ কখনো নিজেকে দেখো
যেন এক পর্ণমোচী একলা অরণ্যে...
নারী...তুমি বসন্ত আনো জীবনে!
যেখানে যা কিছু খড়কুটো,শক্ত করো মুঠো
তৎপর হও মহাযজ্ঞের আয়োজনে।
নষ্ট হয়েছে অনেকটা সময়
বেশ কিছু অসময়ের জন্যে...
আরশিতে তাকে দেখো যে আছে লুকিয়ে
আপামর আভরণে
নারী...তুমি বসন্ত আনো জীবনে।
ধরতে পারো কলম,তুলে নাও রঙ তুলি
উদাত্ত কন্ঠে বলো প্রাণ খুলে যা কিছু বলার ছিল
আপনারে করো আপন তুমি...পাতাও মিতালী।
সবার জন্যে তুমিই ছিলে থাকবে চিরকাল
সাদা পাতাগুলো ভরাও রঙে
সবুজ কমলা হলুদ কিংবা লাল!
আরও কিছু সময় তুলে রাখো যত্নে
শুধুই নিজের জন্যে,
কখনো যদি দেখো নিজেকে যেন এক পর্ণমোচী একলা অরণ্যে
নারী...তুমি বসন্ত আনো জীবনে!
ভবের সাগরে যদি থেমে যায় তোমার নামের ঢেউ
ফিরবে আবার ছন্দে সবই...
কত বিনিময়ে হারিয়েছ তুমি
মনে রাখবে না কেউ!
এবার তো খোলো হিসেবের খাতা যদিও শুরুটা শূন্যে
কখনো যদি নিজেকে দেখো যেন এক পর্ণমোচী
একলা অরণ্যে
নারী...তুমি বসন্ত আনো জীব