তারিখের হাত ধরে স্মৃতিদের ফেরা
স্মৃতির ডানায় চেপে পুরোনো সে ওড়া!
যে পাতাতে রূপকথারা খুঁটিয়ে আবার পড়া,
শুধরে যদি নেওয়া যেত যেখানে যেটুকু ভুলে ভরা!
সেই যে সেখান থেকে পথ চলা শুরু
খাতা খুলি হিসেবের...দিয়েছি বা কতটুকু
পেয়েছি ঢের বেশি,এ ঋণ শোধের নয়
অনাবিল আনন্দ চারাগাছ রোপণে,খুঁজি না
কল্পতরু!
চলার এ পথ হোক আরও ঢের বাকি
দুঃখ মনে রাখার নয়,
সুখের হিসেব তাই যত্নে লিখে রাখি,
ভরে দিতে পারি যেন সবটুকু ফাঁক
না থাকে যেন ফাঁকি!
কাল থেকে আবারো জীবন,ছুটবে রেসের ঘোড়া
ফিরবে স্মৃতি আঁধার ঘরে,গুনবে প্রহর নিয়মমাফিক
ঘুরলে বছর আবার যে তার হবে আলোয় ফেরা!