বছর ঘুরে নতুন ভোরে মেঘ ছুঁয়েছে বর্ষা
ভাবুক হচ্ছে কবি.মন জাগছে কলমে ভরসা।
রিম ঝিম ঝিম ঝরছে শ্রাবণ
তবু বিষন্ন একলা এ মন।
ভুগছে পৃথিবী কঠিন জ্বরে
গ্রাস করেছে কালো ছায়া দুঃসময় জগৎ জুড়ে,
হাজার শ্রাবণ কম পড়ে যায়
দহন জ্বালায় জীবন পোড়ে!
হয়তো এখন বিলাসিতা
তবুও বোঝে না অবুঝ কবিতা।
শব্দ খোঁজে সিক্ত পাতায়
ভেজা পাপড়ি হাতছানি দেয়,
মেঘ সরে গেলে ঝকঝকে রোদ
যেন ডেকে বলে...
একদিন ঠিক রঙিন হবেই সাদাকালো এই ছবিটা।