বছর ঘুরে আবার মুখোমুখি
সেই একই প্রশ্ন করে জীবন
কী দিয়েছ?
জন্ম নিয়েছ মাটির পরে
দায়বদ্ধ কখনো হয়েছ?
হিসেবের খাতা খুলি...
শূন্য পাতা...যাই বলব
সে সবই অজুহাত,
রক্ত মাংসের উষ্ণতার ওমে
দিন যে কখন হয়ে যায় রাত
সবশেষে সেই তো দোষী সাব্যস্ত হয়...বরাত!
নিতান্তই ছা পোষা...
দেখে শুনে বুঝে মেনে
মৌনতাতেই ভরসা,
গা বাঁচিয়ে চলাই যখন অভ্যেস
সেধে কেন আগুনে ঝাঁপ দেওয়া শেষমেষ!
অতলে ডুব দেওয়ার ইচ্ছে নেই
গর্জে ওঠার ক্ষমতা নেই,
জীবনের মানে বোঝা খেয়ে পড়ে স্বাচ্ছন্দে বেঁচে থাকাতেই।
এমনি করেই বেড়ে চলে ঋণ
যখন কেউ এসে বলে...শুভ জন্মদিন।
ইচ্ছেরা জেগে ওঠে সেই পুরোনো...
জন্ম নেব আরও একবার
রক্ত মাংসের উষ্ণতার জন্য নয়,
জন্ম নেব আরও একবার
মানুষের জন্য,মানবতার জন্য
যে জন্মে মাতৃগর্ভ হবে ধন্য ধন্য!