ছোট্ট কুঁড়ি ছোট্ট আশা
ছোট্ট মুঠোয় অভিলাষা!
ছোট্ট প্রাণে কুসুম দোলা
নতুন ভোরে পাপড়ি মেলা!
কোমল মনে ভীরু কাঁপন
সংকটে আজ ফুলের জীবন!
সময় জুড়ে অকাল শ্রাবণ
কালোর ছায়ায় আলোর ভুবন!
ছিঁড়ছ কুঁড়ি কোন সে সুখে
ঝরিয়ে শ্রাবণ কুঁড়ির চোখে!
ধ্বংস যদি রুখতে চাও
দোহাই,এবার বাঁচতে দাও!