আমার জন্য ভেবেছিলে তুমি
আসমুদ্র হিমাচল,
থমকে গেছ দেখবে বলে
এই জীবনের চলাচল!
আমার হাসিতে লুকিয়ে রেখেছ
না বোঝা তোমার নয়ন সজল,
আমি তো কখনো দিইনি তোমায়
আঁজলা ভরে শান্তির জল!
জানি না সময় পাব কিনা আর
আসবে কি সেই কাঙ্ক্ষিত পল?
দু'হাত ভরে ভরিয়ে দেব
স্বর্গীয় সুখে শূন্য আঁচল!