ঢের হয়েছে...
ঘুরে ফিরে সেই এক কথা
সুখ দুঃখের সাতকাহন!
একঘেয়ে হিসেবের কাটাকুটি...
কী পেয়েছি কী পাইনি
জীবনের মানে এখনও বুঝিনি...
কোনো মানে হয়!
জীবনই এখন জানতে চায়
নিজের প্রকৃত মানে,
তিলে তিলে অসভ্য হয়ে ওঠা
তথাকথিত মানব সভ্যতার কাছে...
এমন তো কথা ছিল না!
নির্ভয়া থেকে আসিফা...রক্তাক্ত পিচ্ছিল পথ,
বেশ করে দু'হাতে কচলে দেওয়া
মানবতার হৃদপিন্ড...টুকরো টুকরো ছড়িয়ে!
টালমাটাল পদচারণায়
সভ্য সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখাই যখন দায়,
জানিনা কেমন করে
বর্ণিল জীবনের দাবীতে আত্মকেন্রিক কলম...
হিসেবী আঁচড় কেটে যায়!
ভাবছি তাই...
আজ থেকে আর নয়!