ঘরে বাইরে লাঞ্ছিতা তুই
ধরণী যে টলমল,
ঢের সয়েছিস আর নয় মা
মোছ তো চোখের জল...
ওই চেয়ে দ্যাখ দীঘি ভরা জলে
ফুটেছে শতদল!
দুর্গা...
আর কাঁদিস না মা!
দ্যাখ না চেয়ে শিউলি ঝরা পথে
পায়ে পায়ে শরৎ,
ওই যে দিগন্তে শান্তির মেঘ
ছুঁয়েছে সমুখের পথ!
হিমেল হাওয়ায় শিউলি সুবাস
দূরে কোথাও...আগমনী সুর,
মাথা নেড়ে বলছে কাশ...
সে দিন আর নেই যে বহুদূর!
হৃদ-সাগরে উঠবে জোয়ার
পড়বে ঢাকে কাঠি,
লক্ষ প্রদীপ আলোক স্নানে
পূর্ণ হবে দিঠি!
জন্ম নেবে হাজার দুর্গা
শপথে পাপীর নিধন,
তিমির অন্তে উদিত চেতনায়
হবেই,নবীনের বোধন!