তোমরা কি দেখেছ ঈশ্বর আল্লা
কখনো দেখেছ যীশু?
সব খুঁজে পাবে আমাদের মাঝে
আমরা ছোট্ট শিশু।
আজকের কুঁড়ি কালকের ফুল
আগামীর গাছে আমরাই মূল।
নিষ্পাপ মন কোমল হৃদয়
আমাদের মাঝে সত্যের জয়।
আমরা আগামী আমরা যে দামী
আমরা ভবিষ্যত,
সত্যের সাথে আলোর ঠিকানায়
আমরা গড়ব পথ।
ছোট ছোট পায়ে আগামীর পথে
নির্ভীক চলাচল,
উঠবে ধরণী ভরে ফুলে ফুলে
আমরা পাপড়ি দল।
বিবেক চেতনা অমলিন জ্ঞানে
ভরে দাও ছোট প্রাণ,
গর্বে ভরুক দেশের মাটি
আসমুদ্র হিমাচলে হোক মানবতার জয়গান।