পুরুষ মনের অন্ধকার কানাগলি পেরিয়ে
নারীর উত্তরণ, চোখের তারায়...
পায়ে পায়ে এগিয়ে যাবে পথ
একমুঠো জ্ঞানজ্যোতি যেখানে...হাত বাড়ায়!

রক্তাক্ত রাজপথ ধুয়ে যাবে
কামার্ত পুরুষের অনুতাপের উষ্ণধারায়..
আমি সেই দিনটির অপেক্ষায়!

কামনায় ভূলুন্ঠিত নয়...
ফিরবে নারীর সম্মান,
পুরুষের ঐকান্তিক সাধনায়!

জানি না কীভাবে,কখন
তবু,আমি আশাবাদী...
চিঠি লিখছি সময়ের নামে...আগামীর ঠিকানায়!

#moutushi