প্রশ্নটা,প্রতিযোগিতার নয়
প্রশ্নটা...টিকে থাকার,
প্রশ্নটা,মুহূর্তের করতালির নয়
প্রশ্নটা...চিরস্থায়ী ভালোবাসার!
যতোই থাকুক বৈভব আর
থাকনা যতোই মান,
কী যায় আসে না থাকে যদি
হৃদয়ে তার স্থান!
হাজার কথা যায় হারিয়ে
লক্ষ কথার ভিড়ে,
জীবনভর থাকবে মনে সেই কথাটি শুধু
বলেছিল কেউ কখনো...হৃদয়টাকে নিংড়ে!