একটা কবিতা চেয়েছিল সাগর হতে
একটা কবিতা চেয়েছিল ঝর্ণা ছুঁতে
নদীর মতো বইবে বলে মানছিল না শাসন বারণ
ইচ্ছে ছিল অদম্য তার সেটাই ছিল চলার কারণ।
একটা কবিতা চেয়েছিল বৃষ্টি হতে
চেয়েছিল ভাসতে উজান স্রোতে
একটা কবিতা চেয়েছিল...
আগুন ছুঁয়ে উষ্ণ হতে
একলা উদাস মন জুড়ে তার বন্ধু হতে
বকুল ঝরা উঠোন জুড়ে নক্সীকাঁথার গল্প হতে
পথের সাথী হবে বলে হাঁটছিল সে সুদূর পথে।

একটা কবিতা পারে নি আজও কবিতা হতে
স্বপ্নগুলো ভাঙছে কেবল ছন্দবিহীন প্রতিরাতে।
পথের ধূলায় কাটছে যে দিন একটি ঝরা পাতার সাথে
গুনছে প্রহর দিবানিশি নাম না জানা কোন সে ঝড়ের অপেক্ষাতে।
একটা কবিতা....।

-moutushi