এখন গোধূলিবেলা...
আজ এই মুহূর্তে শেষ হলো
তাসের ঘরে পুতুল পুতুল খেলা।
শুরু থেকে শেষ
সবটা দাঁড়িয়ে দেখা অপলক,
নৌকোটা মিলিয়ে গেল
দিগন্তের অন্ত্যমিলে...
সাক্ষী শুধু ঝাপসা চোখ,তখনও অপলক!

ফিরতি পথে গোধূলির লালে তখন
ক্রমশ স্পষ্ট হচ্ছে বেশ কিছু ক্লান্ত ডানা....!

-moutushi