উড়ে যাব ডানা মেলে
একদিন আকাশে,
দেখব না পিছু ফিরে
যা ছিল ফ্যাকাশে!
করব না মন ভারি
দুঃখকে মনে রেখে,
হবো আমি সুখ-সাথী
রঙধনু রঙ মেখে!
বলব সেদিনও আমি
কে যাবি আয় চলে,
মুছে দেব সব চোখ
ভরেছে যা নোনা জলে!