বৃষ্টিভেজা চুপ বিকেলে
শব্দেরা সব ঘাপটি মেরে
দিচ্ছে যখন ফাঁকি,
শালিখের ওই  ভেজা ডানায়
সন্ধানী মন দিচ্ছে উড়ান
মিথ্যে কেন ইচ্ছে বেঁধে রাখি!
রবির কিরণ মেঘের পটে
আঁকছে রঙিন ছবি,
হৃদয় তটে কে যে কখন
রেখেছে এক দাবী...
শব্দগুলো জুটিয়ে এনে
আজকে তুমি আমার জন্য
হলেই না হয় কবি!

-moutushi