শ্রদ্ধা জ্ঞানে ভক্তি মনে
যখন পূজি তোমায়,
অনেক কাছে তবুও দূরে
ভাবনা কাঁদায় আমায়!
প্রেম দিয়ে তাই সাজিয়েছি আজ
হৃদয় সিংহাসন,
আকাশ বাতাস করছে আমায়
সাদর সম্ভাষণ!
হৃদ-আসনে বসিয়ে তোমায়
আমিও পাশাপাশি,
উষ্ণধারা বলছে প্রভু...
তোমায় ভালোবাসি!
আছো তুমি চোখের তারায়
তুমিই রবি শশী,
তোমার মাঝেই বিলীন প্রভু
চোখের কান্না...ঠোঁটের হাসি!
(ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার অনুভব,ছোটোবেলা থেকে...অত্যন্ত সীমিত জ্ঞানে স্বল্প পরিসরে)