পাহাড়ী পথ...
ঘন কুয়াশায় ঢাকা
ওপারে হয়তো রবির কিরণ
ঝকঝকে নিসর্গ,
আশায় বুক বেঁধে তবু হেঁটে গেছি
অজানা হাতড়ে হাতড়ে!
স্বপ্ন দেখতে দেখতে
আবেশিত পথ চলা
কথা হয়ে ফেরে যা কিছু না বলা!
জানি না হঠাৎ কী যে হলো ভুল
দেখি,খাদে পড়ে আছি,
শেষেও তবু শেষ হয় নি গল্প
ছিঁড়ে ছিঁড়ে গেছে পাতাগুলো
ভীষণরকম অগোছালো সব,
কিছু শব্দ অখন্ড...বাকিরা খন্ড খন্ড
আমি শব্দহারা...
ভগ্ন দশায় ভাঙা স্বপ্নের স্বপ্ন পূরণের লক্ষ্যে
হয়তো মিথ্যেই খুঁজছি আজও কাহিনীর বিকল্প!