যখনই কালো মেঘ করেছে আকাশে
দারুণ তৎপরতায় ছুটে গেছি ছাদে
মেলে রাখা কাপড়গুলো তুলে এনেছি ঘরে,
ব্যালকনি থেকে সরিয়ে রেখেছি প্রয়োজনীয়
জিনিসগুলো
যদি ভিজে যায় ভুল করে।
কখনো বা ছুটে গেছি বোবা ক্যানভাসটার কাছে
এঁকেছি একটা মন কেমনের ছবি
কিংবা কখনো সাদা পাতায় লিখে রেখেছি
বৃষ্টিস্নাত ভেজা শব্দের কিছু অলিখিত...
হতে চেয়েছি শৌখিন কবি।

কিন্তু কখনো ছুটে যাই নি সবুজ পেরোনো প্রান্তরের শেষটায়
চোখে চোখ রেখে মেঘেদের বুক চিরে বের করে আনার চেষ্টা করিনি সোনা রোদের দু চারটে আলোক রশ্মি।
হাওয়াকে কখনো অনুরোধ করিনি প্রবলবেগে বইতে
কখনো বলিনি মেঘের দলকে উড়িয়ে নিয়ে যেতে।
এরপর যখন বৃষ্টি নেমেছে অঝোর শ্রাবন ধারায়
আমি ভিজেছি...প্রাণপন ভিজেছি
লুকোনো কান্নাগুলো নতুন করে আবার খুঁজেছি।

আবার যদি দেখা হয় কালো মেঘের সাথে
জানতে চাইব রোদের কথা
আঁকব না আর মন কেমনের ছবি
লিখব না আর কোনো ভেজা কথা,
আলোর গল্প লিখব এবার অনেকটা তফাতে।