-----------------------
আমিত ভালোয় ছিলাম
ঝরা ফুলের গন্ধ নিয়ে
পাথর ভরা দৃষ্টি দিয়ে
বিনষ্ট অস্তিত্বের দিকে তাকিয়ে
ঘুনে ধরা জীবনটাকে নিয়ে যখন
অন্ধকারের অসিম ধারায় শুধু স্মৃতিচিহ্ন
ধরে এগিয়ে যাচ্ছিলাম শেষ নিঃশ্বাসের আশায়
তখন তুমি এলে ঝিনুক কুড়ানো বিকাল হয়ে
দুপুর আর রুপালী রাত হয়ে
আমার তমসাছন্ন রাতকে বিদূরিত করে
ঊষার শুভ্রতা নিয়ে এলে
ঘুম ভাঙ্গার আগেই আমার স্বপ্ন ভেঙ্গে গেলো
ছিলাম তো ভালোয় ছিলাম
মরচে পড়া কিছু স্মৃতি নিয়ে
ফিরিয়ে দাও
আমার সেই জায়গাটা
যেখানে আসন গেঁড়ে বসে ছিল
আমার অনতি কালের ইস্পাতসম অহংকারী মন
যা অল্প সাধনায় কেউ জয় করতে পারেনি আজও
------------ভালো থেকো প্রিয় -----------