নিয়তির পরিহাসে আজ পৃথিবী নষ্ট হওয়ার দিন
কারো খেয়ালীপনায় মাতৃগর্ভ ভুলন্থীত হওয়ারও দিন
-
কোথায় তুমি ?
আজকের এই দিনে আমি তোমাকে খুঁজিনা
খোঁজে আমার দুমড়ে পচে মরা পাণ্ডুলিপিটা
তোমার কি মনে পড়ে ?
আমার হাতে কলম তুলে দিয়ে বলেছিলে
-
আমি যেদিন থাকবনা
থাকবে আমার যন্ত্রনা ভরা কালির কলম
তোমার জীবন নামক সাদা জমিতে কণ্ঠকীর চাষ করো
-
আমি আজও
তোমার সেই সস্তা অভিমান দিয়ে
কাঁটার আঘাত সয়ে লিখে চলেছি
কলমের কালিটাও ফুরিয়েছে অনেক আগেই
হাজার চেষ্টা করেও আর লিখতে পারছিনা
-
আমি তোমাকে খুঁজিনা
খোঁজে আমার ভুলে ভরা পাণ্ডুলিপিটা
সেগুলো আবারও নতুন করে সাঁজতে চাই
তাই বলছি হয় বর দাও , না হয় কলম দাও
আমি আর একবার লিখবো
নাহ, আর বোধ হয় লিখতে পারবোনা
-
শুধু সংশোধন করবো, ভুলে ভরা পাণ্ডুলিপিটা  !!