কে তোমার হাতটি ধরে অন্ধকারে
কার হাতটা তুমি ধরো
কার সঙ্গে করছ তুমি ঘর
সে কেমন করে হলো তোমার বর
নিভু নিভু প্রদিপের আলো চুষে
আলোর রথের শুন্যে বসে
সুখ, দুঃখ আজ সবই আমার পর
উড়ে যাওয়া পায়রার ঝরে পড়া পালকের সাথে
তোমার কতটুকু ই বা সখ্যতা!
বৃষ্টির সাথে চকোরির যে সখ্যতা
আজ না-ই বা বললাম
হেলানো দুপুরের রোদের সাথে
গাছের পাতার যে সখ্যতা
সে সব আজ শুধুই শুন্যতা!
জোছনা মেখে রাঙ্গা তরী জলছবিতে ভাসতো
গাথঁত মালা পরতো খোপায় আনন্দতে দুলতো
সকাল বিকাল গোধূলি, সাঁঝ
করতো না কেউই মানা
তুমি আর তোমার মাঝেই তাহার সকল নজরানা
স্বপ্নে বোনা সুখের শাড়ী পরাও তোমার অঙ্গে
সেই সুতোরই কারিগর থাকতো তাহার সঙ্গে
চাঁদের আলোর রং তুলিতে আঁকত তাহার মুখ
বঁধু তুমি ভালো থেকো এটাই তাহার সুখ
-------------- ভরে গেল বুক
ছোট ছোট সুখগুলো আজ ধরছে কত বায়না
দেখবে তোমার মোহন রুপে ঝলসে উঠা আয়না