কবিতা?

বলো?

তোমার সেই দুঃখ কই?

কবিতাঃ--- বিলীন হয়েছে বিলাসিতায়

তোমার একটা রাত ছিল নিঃসঙ্গের বাহকেরা  ছন্দের
যোগান দিত। জোসনার গা ঘেসে বাতায়নের বীণা বেজে আগমনের ঝংকারে ক্রোন্দালিত হয়ে শব্দরা তেড়ে আসতো। প্রস্ফুটিত হয়ে যেত শব্দগুলো? তোমার সেই রাত কই?

কবিতাঃ-- - অন্ধকারের বাহুতে হারিয়ে গেছে

তোমার সেই ভুলে যাওয়া ফুল কই? যা তুলতে গিয়ে বাঁধতো কাটা।

কবিতাঃ -- শুকিয়ে গেছে তাই কাটাগুলো বিঁধে আছে বেনীর পরতে পরতে

তোমার সেই জীবন কই?

কবিতাঃ -- কতগুলো জীবনের মাঝে হারিয়ে গিয়েছে। পুনরুদ্ধারের চেষ্টাও করিনা

বাহিরে জোনাকিরা আলোর পসরা সাজিয়ে রাখতো আর ঘরে তার থেকে বেশি প্রদিপের আলো কখনো প্রজ্জ্বলিত আবার কখনো নিমজ্জিত হয়ে আবেগগুলো প্রত্যাশার যোগান দিত। তোমার সেই রশ্নি কই?

কবিতাঃ -- প্রযুক্তিতে বিদূরিত হয়েছে তাই প্রত্যাশাগুলো কল্পনার বহরে পাল উড়িয়েছে

আবারও বলি, কবিতা তুমি দুঃখের মাঝে হারিয়ে গেছো অপার লীলায়!

কবিতাঃ --  " দুঃখ দেবার মানুষ আছে
কবিতার দুঃখ নেই ! "