সারাদিন রাঁধিলো বাড়িলো ফিরনী সেমাই আর পায়েস
কবিতা লেখার আর কবির হইলো না তো আয়েস
সারাদিন কত লোক আসে যায়
ঈদের খুশির চাঁদ যেন ধরণীতে ছুঁয়ে যায়
তবুও মন যেন পড়ে থাকে অন্য কোনো আঙ্গিনায়
দিন শেষে ঘুরলো কবি সবুজেরও মোহনায়
কবতারও মন কাঁদে কবির শত বাহানায়
অবশেষে বুঝিল কবি
কবিতার দুঃখ
শত করে বুঝাইলো কবিতারে আজ মনে বড় সুখ গো
যেখানে সবাই হাসে সেখানে একার কাঁদতে নেই তো
আমিতো তোমার দুঃখের দিনের স্বজন
তাই আজ নই অন্যদিন তোমায় করিবো যতন!!!