কবি হতে কান্নার রোল লাগে
ভালোবাসার বোল লাগে
যন্ত্রনার ভার লাগে
সাতটি বিকালের এক পলক চোখ লাগে
যৌবতির ভরা মন লাগে
এক ফাগুনে হাজার ফাগুনের সুখ লাগে
এক শীতে সহস্র শীতের কাঁপন লাগে
অচেনা সকাল আর
উদাসী বিকাল লাগে
আর লাগে জোছনার প্লাবিত ধারার অকৃপণ হাত
আর মাঝে মাঝে কিছু ক্ষত জায়গা পূরণের জন্য সিগারেটের কুন্ডলী পাকানো ধোঁয়া লাগে
তাহলেই ব্যস
বিদগ্ধ ইতিহাস তৈরি