" এ জাতি আজ তোমার-ই অপেক্ষায় "
----------মৌসুমী জামান
-----------কোনো এক শুভক্ষনে বুধোবারে, বিশ্বজোড়া কালো হরিণী চোখ, দীর্ঘদেহী, নদীর জলের মতো ছলাৎ ছলাৎ সাদা পাকা চুল।
কণ্ঠ ছিলো সাত কোটি বাঁশোরীর বাঁশীর সমত্তোল সু - মধুর।
ষাট হাজার শ্রোতার সুউচ্চ গ্রীবায় বসে বাংলা, উর্দু, আর ইংরেজীতে
জয় এনেছিলে একদিন।
তুমি লক্ষ প্রাণের শেখ মুজিব - বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
দানবের মতো বর্গীদের বিতাড়িত করে বিশ্বের নিপীড়িত মানুষের উষ্ণ হ্নদয়ের শোভা তুমি।
আকাশের মতো উদার তুমি।
মহামানবের মতো বাঙ্গলীকে করে গেলে ঋণি।
জ্যোতিময় ছিলো যার শোষনমুক্ত মুকুটবিহীন তক্তপোস।
তুমি শেখ মুজিব -মুজিবর রহমান।
ভয় নেই, তোমার ক্ষয় নেই।
প্রেরণা আর সাহস যুগিয়েছো যাদের
আনাচে - কানাচে তারা আজও বহমান।- তুমি মুজিবর রহমান।
নারীকে তুমি দিয়েছো মনোঅস্ত্রী
তারা'য় দেবে তোমায় স্বস্তী।
ক্ষমা নেই, তোমাদের ক্ষমা নেই,
রাজাকারবেশী অপকর্মের (ঐ) রাজাকার!
দুঃখ, দুর্দশা, শীলতা আর হীনতার মাঝে তোমার শানিতঅস্ত্রে সৈনিকেরা আবার জেগে উঠবে।
ভীরু কাপুরুষেরা আবারও গভীর রাতে কাঁদিয়া কাঁদিয়া ভিক্ষ মানবে।
সেদিন কি আসবে?
বলো তুমি কি ফিরবে?
না হোক টুঙ্গিপাড়ায় - কোনো বিশ্ব বিধাত্রীর গর্ভে?