তুমি ,
যে পড়ছ এ কবিতাখানি
ভালোবাসি তোমায়
কখনও বলা হয়ে ওঠেনি
ভেবেছিলাম এ ফাল্গুন যাক
আর এক ফাল্গুন এলে বলবো
ফাল্গুন চলে যায়
চৈত্রের দাপটে চৌচির হবার ভয়ে
বসে থাকি ক্লান্ত মনে , পালিয়ে বেড়াই

তুমি জানো কি ? তুমি ছিলে
আমার জীবনের অচীন দ্বীপ থেকে আসা
কোন এক অজান স্বপ্নের পাখী

তুমি শুনছো কী ?
আমার ভালোবাসা এখনো চিৎকার করে
শুকনো রক্তের মতো
তুমি শুনতে পাবেনা

যৌবনের জোছনায় শুঁকিয়ে গেছে হৃদয়ের নদী
তাই আর মোহনাতে মিশবেনা
আমার চাওয়াগুলো  শূন্যতাতেই মিলে যায়
একাকী নীরবে , নির্জনে , নিঃশব্দে
জানবেনা কেউ
আমার এই অভিশপ্ত জীবন কার প্রতীক্ষায়