জীবন তুমি থামতে জানো একটুখানি জিরিয়ে নেওয়ায়
দৌড়ঝাঁপের এই পথ চলাতে অল্পকিছু শান্তছায়ায় |
ভোরের আলোয় ঘাসের শিশির পায়ে লাগায় শিহরণ
পাখির ডাক আর জলের স্রোতের নিত্যনতুন আয়োজন |
জীবন তুমি থামতে জানো চড়চড়ে রোদ দুপুরবেলায়
ভাতঘুমের ঐ আল্হাদেতে আবার একা নিরালায় |
খাদ্যসুখের উস্কানিতে সুখের স্বাদ ভরিয়ে নেওয়া
উপার্জনের স্বস্তিটাকে উপভোগে লুফে পাওয়া |
জীবন তুমি থামতে জানো সন্ধ্যেবেলায় আরতিতে
দিনের পরে কাজের শেষে ঘরে ফেরার হুড়োহুড়িতে |
গোধূলির ওই লাল আভাতে মাঠের ধানের হাওয়ার খেলায়
একটু প্রাণ জাগিয়ে নিতে মন জানালা খুলে দেওয়ায় |
জীবন তুমি থামতে জানো রাতবিরেতে বজ্রঝড়ে
নিজের লোকের হাতটা ধরে সাহস পাওয়ার অধিকারে |
প্রাণের সাথে প্রাণের খেলায় জীবনছন্দ লিখতে লিখতে
পরমসুখের নদীভেলায় আপন স্বপ্নে ভেসে যেতে |
জীবন তুমি থামতে জানো প্রতিবেশীর বিপদদিনে
ঝাঁপদিয়ে সাথ দেওয়ার সঙ্গে সাহায্যের আপ্যায়নে |
মানবগুনের শ্রেষ্ঠটাতে সবাইকে বিলিয়ে দিতে
আপনারে খুঁজতে গিয়ে খুঁজে পাওয়া আচম্বিতে |
জীবন তুমি থামতে জানো সময় যখন থামায় তোমায়
ক্ষণকালের প্রাপ্তিটাতে তৃপ্তিভরা পূর্ণতায় |
সময়ক্ষণে প্রাণ আছে জীবনসুধা ভরপুর
থেমে যেও, শুনতে পাবে অনন্তকালের অমৃতসুর |