জীবনটা দেখতে বড়ো, আসলে খুবই স্বল্প
তার পুরোটাই দ্বিমতে ভরা, বলবো তারই গল্পো |
ধরো তুমি শিশু, ভর্তি হবে ইস্কুলে
ইংরেজি না বাংলা মিডিয়াম, ভাবো আগেই খুলে |
ইংরেজি তো মস্ত ভালো, খরচা কিন্তু খুবই
বাংলাটা তো ছাপোষা, আসলে সাশ্রয়ী |
ধরো পড়ে চাকরি নেবে, সমস্যা তো সেখানে
কোম্পানি না স্কুলমাস্টার, বিদেশে না এখানে |
বিয়ে করবে ভাবলে তুমি, ভালোবেসে না দেখাশুনা
ভালোবাসায় ঝগড়া আছে, দেখাশোনায় না-বনিবনা |
যাহোক করে জীবন কাটলো, বয়সকালে হেন
ছেলে বৌমার সাথী হবে, নইলে একলা জেনো |
দ্বিমতও তো অতিথি এলে, বলে চা নেবে না কফি
একবারও তো কেউ বলেনা দুটোই দেব নাকি |
ভুবন ভরা দ্বিমতেই ঠাওরে নিও ঠিকটা
নইলে ভাই জীবনটাতে কষ্ট পাবে প্রতিকাঁটা |
তবুও জেনো দ্বিমতই দেখায় ছবিটা সামনে
তাইতো ধরা ভরে গেলো বিচিত্র ও ব্যবধানে |