দেখা হলে যখন বলো
'ভালো আছো' ?
বলতেই হয় 'ভালোদেখা হলে যখন বলো
'ভালো আছো' ?
বলতেই হয় 'ভালো আছি'
কারণ তুমি তো এটাই শুনতে চাও।
তুমি তো শুনতে চাওই না
আমার ভালো না থাকার কারণটা।
ভালো আছি শুনে পাশ কাটিয়ে
যাবার জন্য যে প্রশ্ন - তার উত্তরে
নাই বা বললাম আমার বিষণ্ণতার কথা,
আমার অসুস্থতার কথা, বেদনার কথা ।
বরং এই যে মিথ্যেটুকু বললাম
তার পেছনেও একটা আশা আছে
সত্যিই ভালো থাকার আশা
যদি মুখের কথাটাই সত্য হয়ে ওঠে!