-অ মাষ্টর
তু আজ চইলে এলি তাড়াতাড়ি, কেনে রে?
- আজ যে স্বাধীনতা দিবস
-উ স্বাধীনতাটো কি বটে রে মাষ্টর
হামার পাড়াত্ ওই স্বাধীন ছেলেটো আছে বটেক
ওর নাম স্বাধীনতা তো নয়েক
-আরে আজকের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ইংরেজরা এ দেশ ছেড়ে চলে গেছিল ।
-শুনিচিলুম বটে। কিন্তুক মাষ্টর, আমরা স্বাধীন হইলে কি খালি পত্পত্ পত্পত্ পতাকাখান উড়াইলেই হইবেক!
কই মাষ্টর, মোর বাপটাও দাদন লিয়ে তোর বাপের জমিটোতে কাজ করতোক, এখন মুইও করি। কিছুই তো ভালো হয় নাইরে রে।
হ, তুর স্কুলখান আইজ তাড়াতাড়ি ছুটি হইচেক
আর তো কিছুই হয় নাই
অ-মাষ্টর, চুপ থাকিস ক্যান, আমারেও স্বাধীনতাটো দে না রে
তাড়াতাড়ি বাড়িটো যাই…..