হৃদয় শূন্য হলে
   অসহ্য হয় বাতাসও।
অপমান মনে হয় সমস্ত ভালোবাসা
                   সমস্ত সাজানো সম্পর্ক।
ঘুরে ফিরে আসে যত অভিমানের গলি
    বসে পড়ি নিজের ভেতরের
              অমৃত ও বিষ নিয়ে।
দৃষ্টি থেকে খুলে রাখি
সবুজ ও রোদের কাহিনী
নদী লিখে রাখতে রাখতে
চোখে সমুদ্র এসে বাসা বাঁধে
তখন জলেই ধুয়ে রাখি
                          অভিমান
শূন্যতা ভরে উঠলে
আবার হৃদয়ে ঢেউ ওঠে …….